জোসনায় জল ছলাৎ ছলাৎ
জ্বলে ছল ছল করে,
দু'জনাতে বসে ছিলাম
ভাঙ্গা সাঁকোটির উপরে।
জোসনা রাতের আবছা আলোয়
ছিলাম যখন বসি,
দুঃখ, কষ্ট ভুলেই গেছি
একটু ছিলাম হাসি-খুশি।
অল্প দূরেই ঘনেছে আঁধার
সেটা নির্জন একটি রাস্তা,
শির ঘুড়িয়ে দাঁড়িয়ে ছিল
শুধু ইউকালিপ্টাস গাছটা।
সারাটা দিন মুখরিত থাকে
ডাকে ঘুঘু, টিয়ে, শালিক,
রাতে নিস্তব্দ বিলের জলে
পড়েছে চাঁদের ঝিলিক।
মিটি মিটি জোনাক জ্বলে
ঝিকিমিকি জ্বলে তারা,
হৃদয় ভরে দেখব বলে
আজ হয়েছি ঘর ছাড়া।
22/07/2018