গভীর ভাবে ভাবতে গেলে
শুধু বাক হারিয়ে যাই,
যাদের আমি ভালোবাসি
তাদের মনে একটু মায়া নাই।

আজ অবধি দুখের সময়
কাউকে পাশে পেলাম না,
কেউ আসেনা কানের কাছে
একটু দিতে শান্তনা।

বোঝাতে চাই কত করে
বুঝলো না তো কেউ,
তাই বয়ে যায় আমার মনে
সাত সাগরের ঢেউ!

বুঝবে কবে ভালোবাসা
বুঝবে আমার মন,
ভালোবাসার মানুষগুলো
খুঁজছি সারাক্ষণ!

#nurnobifulkuri