সুখের সাগরে চলেছি ভেসে
দুঃখের তরী বাইয়া,
একূল ওকূল দুকূল হারিয়ে
খুঁজি সুজন নাইয়া।
ভাব তরঙ্গের এই কূলে
কে গো আছেন কর্ণধার,
প্রেমের নদীর কূলে
করবেন আমায় পার।
উদাসী চোখে দাঁড়াব
এ যৌবন নদীর কূলে,
উদারতা ভরা ভালোবাসায়
যেতে চাই সব ভুলে!
জীবন নদীর বাঁকে বাঁকে
ওরা কারা দাঁড়িয়ে থাকে?
ডাক পারেনা হাত বাড়িয়ে
এ হৃদয় দেই বা কাকে?
১৬/০২/২০১৮