আমি দুঃখ দেখেছি,
করিনি কখনও ভয়।
আমি কষ্ট দেখেছি,
করতে গিয়েছি জয়।
পৃথিবীর কাছে বলি;
হে পৃথিবী তুমি কার?
সে নিজেও দিয়েছে উক্তি;
গায়ে জোর-বল যার।

আইনকে গিয়ে বলি;
বলবে কি তুমি কিছু?
হাতি-মহিষের ধার ধারেনা,
মশা-পিঁপড়ের নেয় পিছু।
আদালতের কাছে যাই;
তুমি বলবে কিছু ভাই?
বলেছিল সে হেসে;
আমি যার খাই তার গাই।

হৃদয়ের কাছে বলি;
হে হৃদয় তুমি কার?
ডুকরে উঠে বলে;
আমি নিপীড়িত জনতার।
কান পেতে আমি শুনি,
কত হৃদয়ের আত্মনার্দ।
হা-হা-কার করে ওঠে,
সব বজ্জাত! বজ্জাত!

১৮/০২/২০১৮