কত কথা হয় মোর অগোচরে,
শুনি সবে তব লোম নাহি ডরে!
অজানা ছিল যত ভীতের সঞ্চার,
করিয়াছি ত্যাজ্য নাহি কিছু আর!
কত সাধু দেখিলাম বসে মঙ্গল ঘটে,
সাধু গুরু বৈষ্ণব আঁকে স্মৃতিপটে।
ব্রাহ্মনীরে ব্রাহ্মন কানে কানে কয়,
সব মুখে রাম নাম শোভা নাহি পায়!
দেখিয়াছি কত বট আর তরুলতা,
হারিয়েছে সমুদয়ে নিজ সজীবতা।
পাতাহীন কাষ্ঠ দাঁড়িয়ে আছে,
নিষ্ফল বৃক্ষের সবকিছু মিছে!
তাং- ২৬/১১/২০১৯