আমি এমন কাউকে চাই,
যে আমাকে বুঝবে!
সন্ধ্যার পর রাত্রি গড়ালে,
চাঁদের আলোয় খুঁজবে!
মনটা যার বরফ শীতল,
যেন ফ্রীজে রাখা জুস!
কারেন্ট গেলে উত্তপ্ত হয়,
ভালোবাসা চায় ঘুষ!
কথাবার্তায় মনে হবে,
বকের মতো সাদা।
ছুঁ মেরে নিবে ভালোবাসা,
লাগবে না কোনো কাঁদা!
রূপ যেন হয় কাক না হয়ে
কোকিল পাখির মতো,
ক্যাঁচ ম্যাচ নয় গান শোনাবে
তার মিষ্টি সুরের যতো!
খুঁজছি আমি হন্যে হয়ে
এমন কাউকে চাই।
পাইছি কতক মনের খোলস
তাদের মন ভেতরে নাই!
তারিখঃ ১০/০৬/২০২৩