ওরে সর্বনাশী ধরলা নদী
এ কোন বান আনিলু,
মাথা গোঁজার শেষ ঠাঁই
মোর, স্রোতোতে ভাসালু।

প্রতি বছর বান চলি যায়
তারপর আইসে ভাঙ্গন,
আস্তে আস্তে চাপি আইসে
শুরু হয় মোর ক্রন্দন।

কিতায় কিতায় কলার বাগান
থোপে থোপে বাঁশ,
দোমড়ে মোচড়ে ভাঙ্গি নিয়া
মোর করলু সর্বনাশ।

ধান গোম মোর ভাসেয়া নিলু
মুই হনুং উপোসি,
দিন কাটি যায় অনাহারে
কান্দোং তীরোত বসি।

আলু-পটল, শাক-সবজি
আর কিছুই বাকী নাই,
হাত পাতিয়া দিন কাটিলেও
মোর থাকার জায়গা নাই।

১১/০৭/২০১৮ইং