নারী জাতি কাল সাপিনী
পরিস না নারীর প্রেমে,
দংশিলে তোরে মরবিরে
তুই প্রেম অনলে পুড়ে।
চলিস যদি ওরে ভাই তুই
নারীর পিছে পিছে,
ধরতে পারলে চিবিয়ে খাবে
তিলে তিলে পিষে।
পথে ঘাটে চলতে যদি
দেখ, সামন পিছন ঘুরে,
হাতের কাছে পেলে তোমার
জিব টেনে দিবে ছিঁড়ে।
যদি বাঁচতে চাস;
সামন পিছন না তাকিয়ে
সোজা পথে যাস!