রূপ দেখে
ভালো লাগে যারে,
এত কাছে দেখি তবু
মন ভরে না রে।
জীবন খাতাখানা
আমার রইলো সাদা,
কেউ তো কোনকিছু
লিখলো না দাদা।
খাতা নিয়ে বসে রই
যদি হয় ভুবন সই!
মনটা ভরে না
ওগো প্রাণ ভরে না,
জীবন প্রবাহ হলো
সাগর ফেনা।
ভাসতে ভাসতে
হয়ে যায় অজানা,
জলে মিশে গেলে
শুনি যায় না আনা।
কোথায় পাবো ফিরে
দয়াল আমায় বলোনা!
রচনাকাল: ১৮/০৫/১৯