ঈদ মানে হাসি-খুশি
ঈদ মানে আনন্দ,
ঈদের মাঝেও লুকিয়ে আছে
অনেক দুঃখ-বেদনা দ্বন্দ্ব!
রঙ বেরঙের জামা কাপড়
আছে নানান রকম বেশ,
দল বেঁধে সব বেড়াই ঘুরে
যেন আউলা মাথার কেশ!
ঈদ এসে লাগায় মনে
কত যে রঙিন ঢেউ,
কেউবা কাঁদে ঘরে বসে
দেখতে পায়না কেউ।
নামাজ শেষে গোশত নিয়ে
কেউ করছি কারাকারি,
খোঁজ রাখি না আশেপাশে
কার চুলায় উঠেনি হাড়ি!
ঈদ আনন্দে নিজেকে নিয়ে
থাকছি অনেক মেতে,
একবেলাতে দু'মুঠো ভাত
পায়নি অনেকে খেতে!
22.08.2018