মাঠঘাট হল ফেঁটে চৌচির
দু'ফোঁটা নেই জল,
সেচ মেশিনে আউশ রোপন
তার পরেই হয় তল।

তপ্ত দুপুর ঘাম দরদর
কৃষক হয়েছে ক্লান্ত,
ফসল ফলার সময় হলেও
বৃষ্টি এখনও শান্ত।

কৃষককুল বড় অসহায়
বর্ষা কালেও খরা,
অর্থাভাবে ফলেনা ফসল
বাঁচিয়াও যেন মরা।

27/07/2018