গঙ্গার জলে
ভাসিয়ে কেন দিলে?
তোমার আমার
ভালোবাসার ভেলা!
লেগেছিল তোমায়
অনেক ভালো;
তাই বদলা পেয়েছি
শুধুই অবহেলা।

ভালো লাগায় পেয়েছি
এ কি প্রতিদান?
নিরবে সইতে হল
কত মিছে অপমান।
পুড়ে গেল হৃদয়
মুছে গেল ভালোবাসা,
একবারে হয়ে গেল
প্রাণ থেকেও নিষ্প্রাণ।

আমাতে লুকায়ে ছিল
কত যে ভালোবাসা,
কোনো দিন কেউ
ভেবে দেখলো না।
গুজবের মাঝে পড়ে
শুধুই ভুল বুঝলো,
আমার তো কোনো
মিনতি শুনলো না।

28.07.2018