একদিগেতে বর্ডার গরম
একদিগেতে হাট,
ক'দিন আগে গরম ছিল;
ফুটবলের ওই মাঠ।
রাজনীতিতেও গরম আছে
মটকা গরম হয়,
আমজনতা শান্তিতে নাই
গরম ঢুকেছে লোকালয়!
একটু শীতল পরশ পেতে
যাবেন ধরলা নদীর তীরে,
বসার কোনো জায়গা নাই
শত বোতলখোরের ভীরে!
গরমে গরমে লজ্জা শরমে
জীবন হইল সার,
এ গরম ও গরম দু'গরমে
কারো রক্ষা নাইরে আর।
লেখকঃ
সাংবাদিক নুরনবী মিয়া
প্রচার সম্পাদক: মাদকমুক্ত সমাজ বাংলাদেশ, ফুলবাড়ী উপজেলা শাখা -কুড়িগ্রাম।
20/07/2018