৬৮ বছর বন্দী ছিলি
তোদের মুক্তি দিয়েছে কে?
রাখবে মনে, থাকতে জীবন
শেখ মুজিবের মেয়ে।
দেশ রত্নের সুদৃষ্টিতে
নাগরিকত্ব পেলেন,
আমরা এখন বাংলাদেশী
বুক ফুলিয়ে বলেন।
সকল শিশু উঠবে বেড়ে
এখন নিজের পরিচয়ে,
খুন-খারাপি হবেনা আর
থাকবে না আর ভয়ে।
ঘরে ঘরে বিদ্যুৎ পেলেন
সব রাস্তাও পাকা হয়,
সব পাওয়ারই বড় পাওয়া
পেয়েছেন আসল পরিচয়।
ধান,গম,পাট,আলু চাষী
পেলেন অনেক প্রশিক্ষণ,
পশু পালন মৎস্য চাষে
গড়বে ভাগ্যের উন্নয়ন।
01.08.2018
After Enclave independent 3rd year.