আমার মাথায় আগুনের হেলমেড
হা আমি পুড়ে যাচ্ছি
কি দেখ আগুন্তুক
বিস্ময় চোখে!
হা আমি পুড়ে যাচ্ছি
খুব খুবই সহজে
হা আমি পুড়ে যাচ্ছি
প্রেম ও পরক্রিয়ার কথামালার সাহিত্যে
হা আমি পুড়ে যাচ্ছি অপসংস্কৃতির দাবানলে
হা আমি পুড়ে যাচ্ছি
অন্ধ অনুকরনে
হা আমি পুড়ে যাচ্ছি
অজানা আনন্দে
হা আমি পুড়ে যাচ্ছি
অধিক পাওয়ায় লোভে
হা আমি পুড়ে যাচ্ছি
কর্মের মন্দায়
হা আমি পুড়ে যাচ্ছি
পুড়ে যাচ্ছি খুব সহজে অবহেলায়।
হা আমি পুড়ে যাচ্ছি
চাটুকারদের চারুকলায়
হা আমি পুড়ে যাচ্ছি
রাজনীতির ছলাকলায়
হা আমি পুড়ে যাচ্ছি
পরদেশীর প্রতারনায়
হা আমি পুড়ে যাচ্ছি
বৈদেশীক নীতির চাপে
হা আমি পুড়ে যাচ্ছি
নেতাদের ধোকাবাজীর উন্নয়নে
হা আমি পুড়ে যাচ্ছি
ঠকবাজদের গৃহস্থলিতে
হা আমি পুড়ে যাচ্ছি
কালবাজারীদের কদরে
হা আমি পুড়ে যাচ্ছি
দুর্নীতির দ্বন্দে
হা আমি পুড়ে যাচ্ছি
হিংসুকের রোষানলে
হা আমি পুড়ে যাচ্ছি
বিশ্বাসের কুসংস্কারে।
হা আমি পুড়ে যাচ্ছি
আমার মাথায় অদৃশ্য আগুনের হেলমেড
আমি পুড়ে যাচ্ছি তোমাদের চোখের সামনেই
তবুও নেভাতে আসনা আগুন
কার হুকুমের দাস হয়ে
দাঁড়িয়ে দেখ পুড়ে ছাঁই হওয়ার দৃশ্য।
হে অদম্য সাহসীরা আমি একাই পুড়ে যাচ্ছি না
পুড়ে যাচ্ছে আমার মত
লক্ষ শত তারুনেরা
তাদের মাথায় অদৃশ্য আগুনের হেলমেড
চারি দিকে
লোভের লাল গালিচা
ইবলিসের ইন্দ্রজাল
ভাই ও ভাইয়েরা আমার
ওদের আগে বাচাঁও ওঠ ওঠ যাও যাও ঝাপিয়ে পড় প্রতিটি গ্রাম গন্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে।
ওরা সভ্যসমাজের প্রতিনিধী
জাতীর ভবিষৎ
আগামি দিনের দেশের কর্নধার
ওরা পুড়ে গেলে
পুড়ে যাবে গোটা মানব সমাজ
পুড়ে যাবে
পুড়ে যাবে
স্বাধীন সোনার দেশ
ওদের মাথায় আগুনের হেলমেড।