মানুষ মানুষের ব্যবসা করে।
মানুষ মানুষের প্রেমের ব্যবসা করে
মায়া মায়া মনে।
মানুষ মানুষের বিশ্বাষের ব্যবসা করে
প্রতারনার পিঞ্জরে।
মানুষ মানুষের লোভের
ব্যবসা করে অতি আশ্বাসে।
মানুষ মানুষের স্বপ্নের ব্যবসা করে
ঠগচক্রের মহত্বে।
মানুষ মানুষের শক্তির ব্যবসা করে
দুরবলতার তার কুঅনুসন্ধনে।
মানুষ মানুষের ব্যবসা করে
লাল লাল রক্ত পোড়া গলা লাশের।
হায় মানুষ!হায়রে মহৎ মানুষ
কতিপয় মানুষের শুধু শুধুই
ভোগবাদের পন্য মুনাফার মুলধন
মানুষের প্রেমের ব্যবসা করতে
বনের সুন্দর পশু হরিন আসে না
আসে না ময়ূর পেখম মেলে।
বনের হিংস্র হায়না বাঘ সিংহ
আজগর আসে না
মানুষের মৃত্যুর ঠিকাদারি করতে।
আহারে মানুষ নিরাপত্তার জন্য
মানুষ মারার অস্ত্র বানায়!
মানুষ আপনার ধ্বংষের ব্যবসা গড়ার
আপন গীতগানে।
কেউ আশ্রয়ের ব্যবসা করে প্রশ্রয়ে।
কেউ বিতারিতের ব্যবসা করে দখলদারে।
কেউ দানের ব্যবসা করে চতুরতার অনুদানে।
কেউ জ্ঞানের ব্যবসা করে বিজ্ঞতার ভানে।
কোন কোন বিলাসি মানুষ
উৎস্বব আনন্দের ব্যবসা করে
চোখ ধাঁধাঁনো নগ্ন নারী মঞ্চায়নে।
মানুষ মানুষকে মানুষ বানাতে
গড়ছে নিত্য কত উচ্চ শিক্ষালয়
মানুষকে নিয়ে কতিপয় মানুষের
কবিতা গল্প গান তাল সুর লয়।
তবুও মানুষ ঠিকে আছে
অলৌকিক আলোর সহনশীল মায়ায়।
হে মানুষের মালিক
আদি অাদম থেকে দেখছ তুমি
মানুষের মাঝে মানুষের মঞ্চে
মানুষের অভিনব অভিনয়।