আমার শোরুমের
চুনকাম দেয়ালে
একটি ঝুলানো রঙ্গীন
ক্যালেন্ডারে
মধুময় ফুলের ফটো
ব্যস্ত শহরের লাখো
লোকের কোলাহলের ভিতর
কোথা থেকে যেন
একটি কাল ক্লান্ত
ভ্রোমর উরে এসে
ফুলের ফটোতে হুল
ফুটাবার নানা রকম
চেষ্টা দেখলাম
কসম করে বলতে পারি
ক্ষুদার্থ সঙ্গীহীন ভ্রোমরটি
এক ফোটা মধুও পায়নি
ভুল তার কর্ম প্রচেষ্টা
ভুল তার ভাবনা
ভুল তার পথ
এ কবিতার গল্পটি
লেখার ফাকে হারiye Gelo !!!