কবি হয়ে জন্ম আমার -
ডাকনাম উন্মাদ।
লিখে দু'লাইন কবিতা -
সাধন করি তোমার।
তোমাকে লিখেছিলাম কোন এক আঁধারে -
ভাবনায় মগ্ন আমি, প্রেমের আকাঙ্ক্ষা মনে।
লিখতেই হঠাৎ মনে পড়ে যায় -
আমি কে? আমার পরিচয় কি?
ওহ! আমি তো কবি -
শুধু কবিতার সাধন করি।
তবে কি অধিকার নেই আমার -
কবিতার কোমল ছোঁয়া পাওয়ার?
না, না, না! তা হয় না -
পৃথিবীর বিধান মিথ্যে প্রমাণিত হবে -
যদি কবি তার সাধিত স্পর্শ পায় তবে।
হতে পারে আমার আকাঙ্ক্ষা প্রেমে -
তবে আমি বিশ্বাসী মায়া আর মোহের টানে।
ছুঁয়ে দেখার কী আছে তারে -
সব মায়া তো তার আঁখির মাঝে লুকিয়ে থাকে।
এক উন্মাদ কবি আমি, মায়াতে বিশ্বাসী -
প্রেমে নিষিদ্ধ আমি, বিষাক্ত হয়ে না পেয়ে হারিয়েছি।