চারিদিকে ফিস ফিস
শুধু কানা কানি,
কপালেতে শনি আছে
হলে জানাজানি!
দেয়ালে ঠেকেছে পিঠ
তবু বলা দায়,
বাঘে শেয়ালে এক
ঘাটে জল খায়।
ভয়ে কাঁপে থর থর
শুধু ফিস ফিস,
দেয়ালেরও কান আছে
হল কি নালিশ?
যাবে যাবে গেল প্রাণ
ভয় শুধু ভয়,
ভয়ে ভয়ে দিন শুরু
ভয়ে শেষ হয়!
বীর কাপুরুষ হল
হাতে পরে চুড়ি,
ভয়ে ভয়ে ফিস ফিস
কাঁদা ছোড়া ছুড়ি।