ওরে খুদে মশা রে, দিলি যে কি কশা রে,
গ্রামে কি বা শহরে, দিনে রাতে প্রহরে!
অনুমতি ছাড়া তুই, সংসদে নিয়ে সুঁই,
মন্ত্রীকে ফুটো করে, ফেললি গুনিয়া জ্বরে!
তুই বড় বেয়াড়া, পাসপোর্ট ভিসা ছাড়া,
টিকেট টা না কেটে, বিমানে পড়িস উঠে।
পচা নালা নর্দমা, ঘর তোর রমরমা,
বংশ বিস্তারে, নেই কোন দাড়ি কমা।
এত বল কোথা পাস? কত তোর উচ্ছ্বাস,
একটা কামড়ে তুই, ডেঙ্গুকে দিয়ে যাস।
শোন ওরে মশারে, আজ এই শহরে,
অলি গলি ভরে গেছে, কামানের বহরে।
তবু তোর নেই ভয়, গুন গুন নয় ছয়,
রাজা রানী জল্লাদ, তোর হাতে ধরা খায়।
নেই তোর দয়া মায়া, দিন রাত আলো ছায়া,
মানুষের ঘ্রাণ পেলে, চুপি চুপি দিস ধাওয়া।
কত শত গবেষণা, বিদেশী কেমিক্যাল আনা,
কিসে তুই শান্ত? বলে দে তোর আছে জানা।
নিজেদের স্বভাবে, বিবেচনার অভাবে,
বাড়ে তোর বংশ, সে কথা কে বোঝাবে?
শোন মশা বলি তোরে, রক্ত না ঘাস খা রে,
আর খাঁটি দুধ দে, ভেজালের এ শহরে।
অথবা যা দূরে উড়ে, অসীম আকাশ ফুড়ে,
তোর প্রকোপে আজ, কান্না শহর জুড়ে!