প্রয়োগ করে সকল শক্তি
ভুলে গিয়ে ন্যায়ের উক্তি,
নিয়ম কানুন বেঁচে দিয়ে
নিজের স্বার্থে দেখায় যুক্তি।
মেঘের সারি আকাশ জুড়ে
বীনা স্বার্থে বৃষ্টি পড়ে,
তাপদাহে মৃতপ্রায়
শীতল পরশ জগত গড়ে।
আঁধার রাতে চাঁদের আলো
পাখীর গানে মন ভরালো,
ফুটে থাকা ফুলের ঘ্রানে
যেন সবার প্রাণ জুড়াল।
নিজের চোখের জলে ভেসে
নদীর সাথে ঝরনা মেশে,
দাঁড়িয়ে থাকা গাছের সারি
দম ছেড়ে যায় এই বাতাসে।
নেইতো ওদের চাওয়া পাওয়া
মানব তরে বিলিয়ে দেওয়া,
সেই মানবের এই ভূবনে
স্বার্থ নিয়ে আসা যাওয়া।