ওদের নজর ভালো না, কেন বুঝেও বোঝ না?
তুলতুলে ওই শরীর, কেন ঢেকে রাখো না?
ওরা রইতে পারে না, জ্বালা সইতে পারে না,
দিনের দৃষ্টি ভোজন, রাতে ভেজায় বিছানা!
বলছি তোমায় ললনা, তোমার নয় গো অজানা,
ভোগের মোহ সবার আছে, ভুলে যেও না!
ওরা ক্ষান্ত হবে না, দিগুণ হবে যে তৃষ্ণা,
দৃষ্টি জুড়ে তোমার দেহ, অসীম ব্যঞ্জনা!
বিবেক দিলে কুমন্ত্রণা, আর মানবে না শান্তনা,
নিষ্পাপ ওদের করবে পশু, জৈবিক বাসনা!
লজ্জা করো আরাধনা, আমায় ভূল বুঝো না সোনা!
পরিচ্ছদে লজ্জা তোমার, ঢাকতে কিসের মানা?
কেন বাড়াও উম্মাদনা? লোকে করছে যে ভৎসনা,
ভেতর জুড়ে হিংস্র জন্তুর, ব্যপক উত্তেজনা!
হৃদয় লালসার কারখানা, রিপুর তাড়নার ব্যঞ্জনা,
যেটা তোমার সাচ্ছন্দ্য বোধ, কারো তা যন্ত্রণা!
পরিচ্ছন্ন হোক কল্পনা, ত্যাগ করো বেহয়াপনা,
পবিত্ররাও অপবিত্র হয়, লালসায় গঞ্জনা।
ভগ্নি মাতা বীরাঙ্গনা, অর্ধোলাঙ্গে বিড়ম্বনা,
মার্জিত হও কারন, ওদের নজর ভালো না।