মাদকের ছড়াছড়ি, কালো টাকা কাড়িকাড়ি,
জেল ফাঁস তাড়াতাড়ি, দলাদলি হুড়াহুড়ি।
লাঠালাঠি পড়াপড়ি, প্রসাশন কড়াকড়ি,
নথিপত্র নাড়ানাড়ি, ফেঁসে যাওয়া আড়াআড়ি।
পদ নিয়ে কাড়াকাড়ি, অতিশয় বাড়াবাড়ি,
সব কাজে তড়িঘড়ি, বিয়ে তোর ওঠ ছুড়ি।
শুধু কাঁদা ছোড়াছুড়ি, আশ্রমে কুজোবুড়ি,
মরে মরে নেই বড়ি, যাবি যা যমের বাড়ি।
ঘেউ ঘেউ করে নেড়ি, চোরে চোরে জড়াজড়ি,
শিস্যের পায়ে পড়ি, গুরু নেয় হাতেখড়ি।
ভেঙেছে দশের নড়ি, নীতির গলায় দঁড়ি,
পুন্যের সাথে আড়ি, পাপী হাসে মেরে তুড়ি।
নানা কথা ফুলঝুড়ি, নেই তাতে কমা দাড়ি,
ফ্রিজে রেখে পঁচা মড়ি, রোজ খেয়ে বাড়ে ভুড়ি।
গেলে হাটে ভেংগে হাড়ি, ছাড় নেই খাড়াখাড়ি,
বিয়ের আগে ছাড়াছাড়ি, বিধবার লাল শাড়ি।
সুঁতো ছিড়ে সুখ ঘুড়ি, গেছে ডানা মেলে উড়ি,
নাটাই রয়েছে পড়ি, ফিরবে না পায়ে পড়ি।
নেই হাতে কানাকড়ি, মুখেমুখে দেশ গড়ি,
হাতে নিয়ে ভাঙা ছড়ি, হায়হায় ডাক পাড়ি।