কেউ কেঁদেছে সঙ্গী খুঁজে কেউবা আবার ঘর,
এক বিছানায় শুয়ে কেহ চিরদিনের পর!
চিরসুখী হেসেছে কেউ একলা একা থেকে,
অঝোর ধারায় কেঁদেছে কেউ সঙ্গী পাশে রেখে!
দুই দেহ এক প্রান হয়েও দেয়াল কিসের রয়?
হাসির নীচে চাপা কান্না কার কাছে কে কয়!
স্বজন সাথী শুভাকাঙ্ক্ষী শুন্য তবু ঘর,
ধনের মাঝে জনের মাঝেও তৃষ্ণার্ত অন্তর!
অসংখ্য আপনের মাঝে থেকেও একলা একা,
মুখে নিয়ে সোনার চামচ দুখের বলিরেখা!
আপন আপন চারিদিকে আপন কেহ নয়,
যার কারনে রক্তক্ষরণ সেইতো দূরে রয়!
চারিদিকে সবাই আছে কেউ তবুও নেই,
যার অপেক্ষায় বসে থাকা পরতো স্বয়ং সেই!
যাকে ভালোবেসে আপন প্রানকে সপে দেয়,
সওয়া কঠিন সে যদি গো অন্য কারো হয়!
বুকের মাঝে আগলে রেখেও আপন হওয়া দায়,
কার কোলে কে মাথা রেখে কাকে ভেবে যায়!
কেউ পেয়েছে মনের মানুষ পায়নি খুঁজে ঘর,
অট্টালিকায় শুয়েও কারো কেঁদেছে অন্তর!