প্রেম ভরা মৌনতা,
একাধিক যৌনতা।
আধুনিকা স্বত্বায়,
দেহটাই ঠাই পায়।

মন ভরা বিষাদে,
অসংখ্য বিবাদে।
পেতে শুধু শান্তি,
ঘাম ঝরা ক্লান্তি।

সামাজিক ব্যাঘাতে,
ভাবা রোজ প্রভাতে।
দিনভর ব্যস্ততা,
সারা রাত যৌনতা।

দেহে নেই জাত পাত,
একাকার হলে রাত।
মদ্যপ নেশাতে,
ঘোর কাটে প্রভাতে।

আবারো ছুটে চলা,
হাঁসি মুখে কথা বলা।
ঢাকতে রাতের ব্যথা,
ফির সেই যৌনতা।