সব কিছু ছেড়ে থাকা
খুব বেশী সোজা নয়
সংসারের ভিড়ে বসে
যত সোজা মনে হয়।

জগতের স্বজনেরা
শুধু অভিমান করে
সদ্য ফোটা ফুল
কখনোবা যায় ঝরে।

সাময়িক অনুরাগে
ভাবনারা জ্বালাময়
স্বপ্নের বাতায়নে
হানা দেয় সংশয়।

লুকোচুরি খেলে যায়
সন্ধির মায়াজাল
কষ্টের বলিদান
মুছে দেয় আঁখিজল।

যুক্তির অজুহাতে
দূরত্ব সাময়িক
প্রীতির বন্ধন
সর্বদা নির্ভীক।

তারপরও মন বলে
যাই দূরে চলে যাই
কলরব মুখরিত
ঝগড়ার বালা নাই।

নিয়মের কষাঘাতে
তবু পারা যায় না
সব কিছু ছেড়ে থাকা
আর হয়ে ওঠে না।