বিশ্বাস হীন ভালোবাসা কচু পাতার পানি,
টুপুস করে গড়িয়ে পড়ে সন্দেহ যখনি।
অবিশ্বাসের ভালোবাসায় গভীরতা নাই,
দোষ না করে দোষী হৃদয় জ্বলে পুড়ে ছাই।
ভালোবাসা গাছ যদি হয় আস্থা হলো শেকড়,
মিথ্যা যদি ঠাঁই পেয়ে যায় দু:খ কাটবে আঁচড়।
মায়াবী হাসির আড়ালে ছলনা যদি রয়,
তাকে যেন সময় ক্ষেপণ ভালোবাসা নয়।
ভালোবাস সস্তা নয়গো সাধনার ফসল,
প্রলোভনের ছোঁয়া পেলেই ভয়ংকর গরল।
এটা শুধু মিলতে পারে ত্যাগের বিনিময়,
মোহ আবেগ অনুভূতি ভালোবাসা নয়।
বনে বনে কোকিল ডাকে ফাল্গুনে যখন,
হয়তো বলা ভুল হবেনা প্রেমের নিদর্শন।
রবির চারিদিকে যেমন চন্দ্র ঘুরে যায়,
আলোকিত ভালোবাসা এমনি গভীর হয়।
মোহের ভোগের বাঁধন বয়ে আনে অন্ধকার,
ভালোবেসে ভূলে যাবে সাধ্য আছে কার?
সাধ ফুরালে কেটে পড়ে প্রেমিক সে তো নয়,
প্রেমের জন্য প্রান সপে যে প্রেমিক তারে কয়।