সবটা আয়ু উড়িয়ে দিলাম
ধোয়ার সাথে,
নতুন ভাবে করব শুরু
কাল প্রভাতে।
লাল পানিতে দিতে চাই আর
একটা চুমুক,
ভাবনা গুলো ধোয়ার সাথে
উড়তে থাকুক।
নিকোটিনের পোড়া দাগে
কলজে পুরু,
সেটাই ধুতে এলকোহলের
নেশা শুরু।
তাতেই শুরু পচন ধরা
ভেতর জুড়ে,
ওষুধ দিয়ে যায় কি রাখা
জীবন মুড়ে?
জীবনটাকেই উড়িয়ে দিলাম
ধোয়ার সাথে,
লাল পানির ওই নেশা আগুন
দিল তাতে!