ক্বলবে যদি না থাকে আল্লাহু রব
বাঁধে বাসা ওইখানে শয়তান সব।
আর যদি ঐ ক্বলবে বসাও পীরকে
তবে তুমি লিপ্ত হলে বড় শির্কে।
পীর বলে যদি কাউকে মানতেই হয়
মানো তাকেই করেন যিনি রবকে ভয়।
চলেন যিনি নবীজির সুন্নাহ অনুসারে,
তাকেই তুমি কেবল পীর মানো তারে।
সুন্নাহ ছেড়ে করেন যিনি বি'দাতকর্ম
গেলে তার ধারে কাছে, রবে না ধর্ম।
প্রিয় নবীর চরিত্রগুণ নেই যার মাঝে
তাকে যদি মানো পীর আসবে না কাজে।
ভাষা যার নয় মধুর, মনে যার অহংকার
কী করে হয় পীর? ভাবো তুমি একবার।
ধরতে যদি না পারো গো পীরের মত পীর
হারাবে তুমি ঈমান-আমল, ধারণা কবির।