মরার পরে যায় না পঁচে
পূণ্যবানের দেহ,
তাই বলে রয় না তারা
জিন্দা পীর কেহ।
মাজারে শায়িত পীর বাবাজি
জিন্দাই যদি হতেন
মাজার ভাংচুর করার সময়
নিশ্চয়ই বাঁধা দিতেন।
মরার পরেও থাকে যদি
কারো কোন পাওয়ার
পেতো কি সাহস কোন বেটা
মাজার ভাংতে যাওয়ার?
মাজারে বসে টানে যখন
গাজাখোরে গাজা,
তখন কোথায় থাকে তোমার
পীরে কামেল খাজা?
থাকতো যদি কেরামতি
মরে যাওয়ার পরে
মাজার ভাঙা দুর্বৃত্তরা
বাঁচে কেমন করে?
মাজার মাজার করো কেনো?
মাজারের কী শক্তি?
সেখানে যারা শায়িত আছে
করো তাদের ভক্তি।