শোনো আমার দাদু মশাই!
ভাবো ঠান্ডা মাথায়,
বাঁচবে তুমি আর কতকাল?
থাকবে কত হেথায়?
বয়স তোমার সত্তর-আশি
কিংবা তারও বেশি;
পেঁকেছে চুল, পড়েছে দাঁত,
হয়েছে দুর্বল পেশী।
তবুও তুমি ছুটছো সদাই
দুনিয়ার পিছে আজও!
ভুলে গিয়ে কবরের কথা
এখনো যুবক সাজো !
হঠাৎ কখন আসবে সমন,
পড়বে হাতে কড়া;
চলবে না আর কোন দোহাই,
ছাড়তে হবেই ধরা।
তবুও তুমি কর ক্লিনশেভ!
রাখো না আজো দাড়ি!!
দাড়িবিহীন দুনিয়া থেকে
জমাবে কবরে পাড়ি
কি করে তুমি দাঁড়াবে হায়
মহান রবের কাছে?
কী কৈফিয়ত দিবে তারে?
জবাব তোমার আছে?