ধান কাটার সুখ
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী

কার্তিক মাসে মৃদু বাতাসে
মন থাকে ফুরফুরে!
দোলে পাঁকা সোনালী ধান
বাংলার মাঠ জুড়ে।

অঘ্রাণ মাসে চাষীরা সবাই
কাটে যে পাঁকা ধান,
গায় যে তারা মনের সুখে
বারোমাসী সারিগান।

কাটে যে ধান সকল শ্রমিক,
খাটে যে মনেপ্রাণে;
কাঁধে কিংবা মাথায় করে
আটির বোঝা টানে।

বাড়ি বাড়ি নতুন ধানের
গন্ধে মৌ মৌ করে,
নানা রকমের পিঠেপুলি
বানানোর ধুম পড়ে।

অঘ্রাণ মাসে ঘরে ঘরে
খুশির কলরব,
চারিদিকে বাড়ি বাড়ি
আনন্দ উৎসব।