ছাত্র আমি হই না যতই জ্ঞানী,
শিক্ষকের মর্যাদা সবার উপরে জানি।
তাদের দেয়া শিক্ষা পেয়েই আমি
হয়েছি আজ মেধাবী, নামী-দামি।
হই না যতই নামী-দামি আর বড়,
শিক্ষক আমার বড় অধিকতর।
বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ
না করিলে আমাকে সম্মান করবে কেহ?
শিক্ষককে অপমান করে এই জীবনে
হয়েছে কেউ কখনো সুখী এই ভুবনে?
শয়তানের প্ররোচনায় করি যদি ভুল
দিতে হবে আজীবন তাহারই মাশুল।