আযান শুনেও যাও না তুমি
সালাতে মসজিদ ঘরে;
কাটাও সময় চায়ের স্টলে
গল্প গুজব করে।
এমন ছোট্ট ঠান্ডা দিনেও
রাখো না তুমি রোজা;
খাচ্ছো হোটেলে উদর ভরে
করছো আমোদ মজা।
দেখতে দেখতে যাচ্ছে চলে
রহমতের এই মাস;
হারালে সুযোগ হেলায় খেলায়,
করলে সর্বনাশ।
করলে না কদর রবের দেয়া
অমূল্য নিয়ামতে;
বুঝলে না তুমি কী যে হারালে!
বুঝবে কিয়ামতে।
কিন্তু সেদিন হবে না কিছুই
আসুক যতই বুঝ,
কাঁদবে সেদিন চিৎকার করে
করবে যে আফসোস।