কিনলেন বিশাল গরু লাখ টাকা দামে,
করবেন কুরবানী একমাত্র আল্লাহর নামে।
কিন্তু বলেন ফেসবুকে "কবুল করুন আল্লাহ"
কবুল হবে কেমনে? চলে 'রিয়া'র পাল্লা।
'রিয়া' মানে 'লোক দেখানো' সৎকর্ম করা;
যা কখনো হয় না কবুল, হয় না নেকি ধরা।
তবে কেনো করেন বরবাদ এত কষ্টের টাকা?
'রিয়া' করে নেক আমলের খাতা রয় ফাকা।
তাই বলি, শুনুন হে ভাই! বুঝুন ভালো করে;
কুরবানি দিন রিয়ামুক্ত শুধুই রবের তরে।