কম খাই আর বেশি খাই
সুখ পাই আর নাই পাই
রইবো তবুও দেশে;
জন্মভূমির মায়া ছেড়ে
বিদেশে গিয়ে আসন গেড়ে
মরতেই হয় শেষে।
মরলে মরবো নিজের দেশে
মাতৃভূমির কোলে হেসে
এইতো বড় সুখ!
আপন-পর, বন্ধু-স্বজন
হোক না যতই সুজন কুজন
দেখবো সবার মুখ।
মাতৃভূমির আলো বাতাসে
লালিত হয়ে পরবাসে
খোঁজে সুখ যারা
বুঝে কেবল অর্থকড়ি
করে ধনের তাকাব্বরি,
অতীত ভুলে তারা।