আগের মতো আমি কবিতা লিখি না আর,
লিখি না আর সুখে দুঃখে কথা যে আমার।
ফেসবুকে প্রোফাইল নামে লিখেছিলাম কবি,
এঁকেছিলাম কবিতায় ধর্মীয় সমাজের ছবি।
কিন্তু আমার নামের আগে "কবি" যুক্ত দেখে
কতজনে হিংসে করে কত যে কিছু লেখে!
তাই তো আমি নাম থেকে দিয়েছি "কবি" বাদ,
তাতে যদি হিংসুটেরা হয় পুলকে আহলাদ।
সেই থেকে আগের মতো লিখি না আর আমি,
লিখি না আর মনের কথা,হতে চাই না দামী।