ক্বিয়ামতের আগে অযোগ্য লোক
হবে সমাজের মাথা,
থাকবে যাদের অধিক টাকা
হবে তারাই নেতা।
উঠবে মঞ্চে অযোগ্য লোক,
করবে দখল চেয়ার;
রবে না কেউ যোগ্য লোকের
একটু সম্মান দেয়ার।
মুর্খরা হবে সমাজের কাজি,
করবে বিচার আচার;
রবে চুপচাপ জ্ঞানী-গুণীরা,
চেষ্টা করবে বাঁচার।
সুদকে বলবে বৈধ-হালাল,
ঘুষকে বলবে ইনাম;
ভালো মানুষকে করবে হেলা,
সন্ত্রাসীকে দিবে সেলাম।
খারাপ মানুষের হবে সুনাম,
বাড়বে খ্যাতি যশ;
ভালো মানুষের রবে না দাম,
নামবে তাদের ধ্বস।
থাকবে নাকো ন্যায় ইনসাফ,
বাড়বে পাপের কাজ;
মনে হচ্ছে সে দিকেই মোরা
ছুটে চলেছি আজ।