করি আমি এই আহবান
হে দোকানী, হও সাবধান।
বিক্রি করে ভেজাল পণ্য
ভাবছো নিজেকে মহাধন্য?
ভাবছো তুমি করেছো লাভ!
আসলে তুমি করেছো পাপ।
করছো তুমি বড় অন্যায়,
ভাসছো তুমি পাপের বন্যায়।
করছো নষ্ট হাক্কুল ইবাদ,
যা ক্ষমার অযোগ্য অপরাধ।
এই অপরাধ করে বারেবারে
পড়বে ধরা শেষ বিচারে।
মিটাবে হক্ব পূণ্য দিয়ে,
অন্যের পাপ ঘাড়ে নিয়ে।
হবে নি:স্ব কাঙাল সেদিন,
হতে হবে দোযকে অন্তরীণ।