স্বপ্নদেখায় বাঁচতে শেখায়
সঠিক পথে চলতে যে চায়
স্বপ্ন কারিগর।
নিজের উপর আস্থা রাখে
বাস্তবতার স্পর্শ মাখে
স্বপ্নের যাদুকর।
কারও কাছে হাত পাতে না
কখনো তাঁর হয় না দেনা
চলছে জনমভর।
আপোষ হীন সে ন্যায়-নীতিতে
হৃদয় ভরা প্রেম-প্রীতিতে
উঁচু যে তাঁর দর।
সবাইকে সে ভালোবাসে
সুখে দুখে থাকে পাশে
নেই তো আপনপর।
দুখির দুখে সে পাশে রয়
স্বপ্নদেখার কথা সে কয়
নির্ভেজাল অন্তর।
সুখের একটি পৃথ্বীর আশায়
স্বপ্ন দেখায় স্বপ্নে ভাসায়
স্বপ্নের যাদুকর।
সময় পহেলা ডিসেম্বর ২০১৮ ইং দুপুর ১ঃ৪৫ মিনিট