আমি নবপ্রজন্মের বিলিন হয়ে যাওয়া একটা কৃতদাস,
সভ্যতার এত আলোর নিচেও
এখনো গভীর অন্ধকার লুকিয়ে আছে।
এখানে রক্তের সম্পর্ক সবচেয়ে বড় হিংস্র,
স্বার্থের লোলুপতা ঔরসজাত ফলকেও
টেলে দেয় গভীর ডিপ্রেশনে।
পরিণামে ঝরে যায় কিছু অপাঙ্ক্তেয় ফুল
নির্বাচন করে সুইসাইড।
কেউ যখন তার সর্বশেষটুকু দিয়েও
সুখে রাখতে পারে না কাউকে
তখন তার জীবনটা ধানের তুষেরচেয়েও
মূল্যহীন হয়ে যায়।
মানুয বরাবরই মৃত্যুকে শান্তিময়
আর সহজ লভ্য ভেবেছে
তাই যার জীবনটা বেশি জটিল হয়ে যায়
সেই সমাধানের পথ খুঁজে আত্মহত্যায়।
আর এজন্য সবচেয়ে বেশি দায়ী থাকে
পরিবারের বাবা, মা, ভাই, বোন এবং স্বার্থ।
কাল যদি আমি মরি আমার জন্যেও দায়ী থাকবে পরিবার
বন্ধু তোমার জন্যেও তাই।
কিন্তু পৃথিবীর কোনো আদালত তার বিচার করতে পারবে না।
জন্মদাতাদের কোনো বিচার হয় না,
পৃথিবীর সব বিচার যে জন্মেছে শুধু তার
কারণ সে একটা অলিখিত কৃতদাস।