ও বাঙালি আমরা কবে হবো গো সাবধান?
কান্নাররোল ছেয়ে যাবে যখন নীল আসমান?
মহাপ্রলয় ঘটবে যখন এই সুনিপুণ ভবে।
লাশেরসারি বাড়ি বাড়ি মিছিল করবে যবে?
তখন আমরা ঘরে যাবো, সাবধানতা হবে।
মরবে যখন মায়ের ছেলে, মরবে যখন ভাই,
হাহাকারে হৃদয়ভূমি পুড়ে হবে ছাই,
কিম্বা যখন আমার লাশের হইবে না জানাজা
না কি তখন? আই সি ও তে ভুগবো যখন সাজা?
আপন স্বজন তাড়িয়ে দিলে কোথায় তুমি রবে।।
আমার দ্বারা যখন আমার ছেলে, মেয়ে,বাবা-
রোগী হবে তখনি কি বুঝবো মরণ থাবা?
এত শাসন, অনুরোধ আর এই সচেতনতা
কেউ তুলেনি কারো কানে, ভাবছে ফালতু কথা।
আসছে সামনে এমনি দিন কাঁদিবে নীরবে।।
ধর্মান্ধরা ধর্ম নিয়ে করছে গোমরাহি
মূর্খরা সব গুজব নিয়ে করছে বাদশাহি,
সব গোঁয়ারে উলটো পথে লাফিয়েছে যত
এখন সবে নির্বাক হয়ে লাশ গুনে যাক তত।
কাজের কথা শুননি যখন দেখো এখন তবে।।