এক যে ছিলো ইঁচড়ে পাকা
ডাইনি একটা বুড়ি
ডাইনিটা রোজ খোলতো বসে
শয়তানির এক ঝুড়ি।
এটা চাই তার ওটা চাই তার
সব পেলেও জ্বলে
আসলে তার মন পুড়ছে
হিংসারই অনলে।
ওই ডাইনিটার সঙ্গী হলো
তার কয়েকটা ছানা
ছানাগুলো চোখ থাকিতেও
ছিলো আসল কানা।
সব খেয়েও বলতো ডাইনি
পেটটা ক্ষুধায় জ্বলে
সামনে যা খায় তার বেশি খায়
চোখের আড়াল হলে।
খাইতে খাইতে সব খেয়েছে
আর পায় না খানা
ক্ষুধার জ্বালায় খাইলো শেষে
নিজের পেটের ছানা।