চল না আবার দুজন মিলে
চলি একই পথে,
তোর সব মত নাইবা মিললো
আমার মতে মতে।
একটা চন্দ্রনিশি না হয়
রইলে আমার সাথে,
চোখের উপর দুচোখ রেখে
গভীর দৃষ্টিপাতে।
এই জীবনের জমে থাকা
সব কালিমার দাগ,
না হয় দুজন আধো আধো
করে নেবো ভাগ।
একটু পরশ রাখলে না হয়
কাঁপাকাঁপা হাতে,
দুখঃগুলো বদলে দিতে
সুখের অনুপাতে।
কী হবে আর অভিমানে
থেকে দূরে সরে?
দুই প্রান্তে দুজন কেঁদে
একলা শূন্য ঘরে।