ভাগ্যটাকে ঢাকলো আঁধার দেখলো না আর আলো,
যে দিকে চাই সে দিক থেকেই ধেয়ে আসে কালো।

সোনা ধরলে তামা হয় তা লোহা ধরলে মাটি,
দুঃস্বপ্নেরা চোখের মাঝে গড়ছে শক্ত ঘাঁটি।

পৃথিবীটাও বদলে গেছে আনছে মহামারি,
সেই সুবাদে সবার সাথে আমিও অনাহারী।

মাথারঘাম ঝরালাম পায় পাইনি কানাকড়ি,
মরণ অসুখ বাঁধলো বাসা ডাক্তার বললো সরি।

কোটি টাকার চার চাকাতে লাট সাহেবের চলা,
আমার দুঃখ রইলো মনে হইলো না তা বলা।

কামলার ঘরে জন্ম নিলাম হইলাম না মানুষ
দিন মজুরি করি আমি জন্মটাই তো দোষ।

সোনার চামচ পাইনি মুখে খাইছি ওষ্ঠা গুঁতা,
আমার চেয়েও দামি বেশি লাট সাহেবের জুতা।

সাম্যবাদের সাম্যবাণী লজ্জাতে হয় লাল,
মন্ত্রী- রাজা তারাই মানুষ শ্রমিক ছেঁড়া বাল।

সময়ঃ ২/৫/২০২০ রাত ১ঃ৪১ মিনিট