তুমি আমার অনুপ্রেরণা মনের তালার চাবি,
তোমার কথা মনে হলে দুঃখ হারায় সবি ।

স্তব্ধ এ হৃদয় আমার হয়েছিলো ম্লান,
তোমার ছোয়ায় তাজা হলো ফিরে পেলো প্রাণ ।

আমার অনুভূতি সব তোমাকে ছুঁতে চায়,
আলতো স্পর্শে তোমার প্রতিটি শিড়ায় ।

শান্ত শীতল আলো ঝলমল জ্যোৎস্না চাদরে মাখা,
সেদিন সন্ধ্যায় তোমায় ছুয়ে দেখা ।

কাশফুলের সাদা পাপড়ি গুলি তোমাকে ছুয়ে যাবে বলে,
ধরা দিয়েছিলো সেদিন বিকেলে ।

এ কেমন কাছে যাওয়ার বাসনা,
তোমার আমার এ দুরুত্ব যেন আর সয় না ।

জানো  কি! তোমার এ কণ্ঠ আমার অবুঝ মনের সুকরুণ বাঁশি,
জানিনা তোমায় কতটা ভালোবাসি ।

তুমি আমার নীল জোছনার তারা ভরা আকাশ
চেয়ে দেখো ঝড় উঠেছে- এই যে বুকের বা-পাশ ।

তোমার আমার এ দেখা সময়ের ভুল
তবু তোমার দিদারে মোর চক্ষু বেকুল ।

নীলাম্বরী- তাকাও যখন চোখে,
বুকের মাঝে কেপে উঠে জানিনা কোন শোকে ।

শোনো মেয়ে,
হৃদ স্পন্দন বাড়াও কেন আমার দিকে চেয়ে?

তোমার জন্য কাঁদছে দেখো শূন্য চোখের কোন,
বুকের গহীন শুনে দেখো নিঃশব্দ নির্জন।

কেনো এতো অনুভূতি এতো এলোমেলো মন,
জবাব দাও, বলো আমায়- কান পেতে শোন- তুমি আমার আপনজন ।


#nursphilosophy