কবিতা দিয়ে নিজের সাথে কথা বলি,
কবিতা আমার কাছে ভাব প্রকাশের রং-তুলি ।

কবিতা আমার সুখের ঠিকানা আর দুঃখের ক্লান্তি,
কবিতায় তুলে ধরী মনের যত ভুলভ্রান্তি ।

আমি কবিতায় দেখি স্বপ্ন কবিতায় লিখি গীত,
কবিতা আমায় অনুভব করায় গ্রীষ্ম বর্ষা শীত।

কবিতা আমার মন খারাপ আর বিষন্নতার ঔষধ
কবিতা আমার কাছে শরতের বিকেলের সোনাঝড়া রোদ ।

কবিতায় আমি অতীত থেকে শিখি,
ভবিষ্যতকে অনুধাবন করি এর বর্তমানকে দেখি ।

কবিতা আমার কাছে কথার সাজানো বাগান,
যেখানে খেলা  করে সুখ দুঃখ হাসি কান্না আর মনের সাম্পান ।

কবিতা আমাকে পথ দেখায় নির্মল সহজতায়,
যেমনি প্রেমিকার নরম চোখের কোনের উচ্ছাস, মন রাঙায় ।

আমার সমস্ত কান্না চলে যায় কবিতার সৌন্দর্য উপভোগে,
তাইতো কবিতা পড়ি কবিতা লিখি সময়ের ত্যাগে ।

কবিতা আমার ভালো লাগে কাক ডাকা ভোড়ে,
প্রসন্ন দুপুরে, দ্বিধা ভরা বিকেলে আর পরাজিত দিবসের শেষে ।

কবিতা ধরা দেয় একুশ বছরের কিশোরির সাজে- চিরসবুজ ঘাসে-
শীতল হাওয়ায় – সমুদ্রের গর্জনে- রাতের নীর্জনে এক তারার ঢেউ খেলানো সুরে ।

শুধু ব্যার্থ প্রেমিকরাই লিখেনা,
জাগ্রম প্রেমেও কবিতা আসে ।
কবিতায় বাজে ছন্দ, আসে শৃঙ্খলা কবিতায় বাজে গান
কারো ফিরে আসে প্রাণ- সুকরুন সুরে দেয় বিচ্ছেদের টান ।


#nursphilosophy