১৯.০১.২০২৫ খ্রিস্টাব্দ


আজকের আমার জন্মদিন, আমার সময়ের এক মাইলফলক,
গত হওয়া বছরগুলিতে দেখেছি জীবনের নানা ঝলক ।  

জীবন থেকে একটা বছর চলে গিয়ে আরেকটা শুরু হল।
যতটুকু ছিলাম, তাতে হয়তো কিছু ভুলও ছিলো ।

আমার যত বন্ধু, শত্রু, দোস্ত, দুশমন, আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিলাম,
যে পথটি ছিলো কষ্টের, দুঃখের, অশান্ত, আজ তা মুছে দিলাম, হৃদয়ে শান্তি আনলাম।

যারা পেরেছিলো কষ্ট দিতে আমায়, আজ তাদের দেওয়া মনের দাগ মুছে দিলাম।
বেদনা, বিষাদ, সবকিছুই গেলো মুছে, শুধু ভালোবাসার বাণী দিয়ে দিলাম।

আজকের দিনটা যেন এক নতুন সূচনা, শত্রু, দুশমন, শুধু ভালোবাসা, সবার জন্য মুক্তি,
এটাই আমার জন্মদিনের মূল লক্ষ্য, চিহ্ন, হোক এটাই আমার উক্তি ।

তবে আজ, আজ শুধু আমার নিজেকে খুঁজে পাওয়ার পালা।
এখন সময় এসেছে নিজেকে চেনার,
নতুন পথ খুঁজে, শূন্য থেকে পূর্ণ হওয়ার।

নিজ শরীর আর মন, দুইই চাই পূর্ণতা,
যেন হয় স্বাস্থ্য আর সুখের এক জোড়া রিতা ।

সদা নতুন কিছু শিখতে, নতুন কিছু পেতে,
সব ভুল ভ্রান্তি ফেলে নতুন জীবন সাজাতে।

এই নতুন দিনের আলোয়, যখন নিজের দিকে তাকাই,
সেই পুরনো আমি আর কোথাও নেই, নেই!

এক বছর আগে, যে পথ ছিল অন্ধকারে,
আজ সেটি আলোর দিকে যাচ্ছে, ধীরে ধীরে সরে ।

কখনো বা মনে হবে, পথ হারিয়ে গেলাম,
তবুও বিশ্বাস রাখবো, চূড়ান্ত গন্তব্যে যাবো।

এই পথটাই হবে, যা আমাকে পূর্ণতা দেবে,
যে পথের শেষে খুঁজে পাবো শান্তি,
আর নতুন একটা আমি, নতুন এক স্ব-রুপে।

জন্মদিনে না চাই, বড় কিছু উপহার,
অথবা চাওয়ার মতো কিছু নাই, নাই কোন উপসংহার।
চাই শুধু আমার মধ্যে শান্তি,
চাই নিজেকে নতুন করে চিনতে, স্রষ্টার পানে নিজেকে সপে দিতে ।

যে দিনগুলো গিয়েছে চলে,আসবেনা আর ফিরে,
তবু এগিয়ে যেতে হবে জীবনকে গড়ে তোলার অঙ্গীকারে।

আজকের দিন হোক নতুন আলোয় ঝলমলিত।
নিজ আলোর অঙ্গীকারে পৃথিবী করবো আলোকিত।

নিজের পেছনে তাকিয়ে, আর যেন না ভাবি,
অতীত অভিজ্ঞতায় শুধু সামনে যাওয়ারই দাবী ।

জন্মদিনে কি চাই? শুধু একটি প্রতিজ্ঞা- নিজের জীবন, নিজের হাতে তৈরি করা।
নতুন পথে চলা, ভুলে গিয়ে পুরনো দুঃখ, একমাত্র জন্মদিনের উপহার, নিজের ভালোবাসা।

আজ আমার অঙ্গীকার, আমার মুক্তি, ভুলে যাবো সব আক্ষেপ, সব অসুখী স্মৃতি।
ক্ষমা করে দিলাম সবাইকে, মনের ভার হলো হালকা, নতুন পথচলায় চলবে, শুধু ভালোবাসার গীতি।

#nursphilosophy