তোমায় নিয়ে যত ভাবনা,  সবই যেন হৃদয়ের পাতা,  
প্রতিটি মুহূর্তে জাগে স্মৃতি,  তোমার হাসিতে মিশে থাকা সুরের কাতরতা।  

রাতের নীল আকাশে যখন তুমি তখন উজ্জ্বল হয়ে ওঠে আমার স্বপ্নে,  
তোমার চোখে লুকানো অনেক কথা ছড়িয়ে যায় অনুভূতির জলরাশি।  

তোমার সাথে কাটানো প্রতিটি ক্ষণ,  মনের কোণে রাখি সংরক্ষণ,  
যেখানে ভালোবাসার রঙে রাঙা, আমার হৃদয়ের একমাত্র গন্তব্য, তুমি, চিরন্তন।  

ভালোবাসার আকাশে কখনো বৃষ্টি, কখনো রোদ, তবু তুমি যে আমার প্রেরণা,  
তোমায় নিয়ে যত ভাবনা সে ভাবনায় মিশে থাকে, জীবনমানের বর্ণনা।  

তাহলে তুমি হয়ে ওঠো আমার গান,  
যেখানে প্রেমের সুরে ভাসে জীবন।

তোমায় নিয়ে যত ভাবনা,  
তাতে আমি খুঁজে পাই, নিজের শান্তনা।