আত্মার আর্তনাদ একটি গভীর রাগ,  
তাতে অন্তরের চিৎকারে হয় অশ্রু ধারার বাগ।  

চাহিদা নেই বাহ্যিক তবে ভিতরে ক্ষত,  
অভ্যন্তরীণ দহন জ্বলছে অনবরত ।

প্রেমিকার প্রেমিক যখন অসহায়-নিঃস্ব,
না পাওয়ার বেদনায় সে হারায় সর্বস্ব।

দ্বিধা নিয়ে মনে, ভাবে ক্ষণে ক্ষণে,
না পাওয়ার যন্ত্রণা সুধাবে কেমনে।

মনে জমেছে জলাধার, নয়নে বারী
কোথায় হারিয়ে গেলো শখের নারী।

অন্তরের গহীনে অনন্ত শূন্যতা, ভাঙ্গা হৃদয় বাড়ছে ব্যাকুলতা,
বাধাহীন নিরন্তর অমীমাংসিত কাঁদন, দিচ্ছে নীরবতা।

শব্দহীন কান্নায় চোখে বারী,
গভীর সঙ্কোচে কইতে না পারি।

হৃদয়ে না পাওয়ার অশান্তি, মনের গভীরে দহন,
জীবনের এই পথ চলা যেন অজানার অন্বেশন।



#nursphilosophy